AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৪:৪০ পিএম, ৩০ অক্টোবর, ২০২৫

বাউফলে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

অবৈধ ট্রলি চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে পটুয়াখালীর বাউফলে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় বাউফল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী কলেজ গেটের সামনে বাউফল–বগা–বরিশাল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা শিক্ষার্থীরা স্লোগান দেয়—“অবৈধ ট্রলি বন্ধ করো”, “নিরাপদ সড়ক চাই”। এ অবস্থানের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অবৈধ ট্রলির বেপরোয়া চলাচলের কারণে গত কয়েক বছরে বাউফলে অন্তত ২০ জনের মৃত্যু ঘটেছে। মাত্র কয়েক দিন আগে এক সেনা সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শিক্ষার্থীদের দাবি, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সড়কে অবৈধ ট্রলির চলাচল সম্পূর্ণ বন্ধ করতে হবে।

শিক্ষার্থী রুহুল আমিন বলেন, “আমরা আর মৃত্যুর মিছিল দেখতে চাই না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলনে নামব। প্রয়োজনে অনির্দিষ্টকাল কর্মসূচিও দেওয়া হবে।”

স্থানীয়রা জানান, কৃষিকাজে ব্যবহৃত ট্রলি যাত্রী ও পণ্য পরিবহনে ব্যবহার করা হয়, ফলে দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়েছে। আমরা তাদের বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাবো।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!