AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় অসহায় প্রতিবন্ধী দম্পতির পাশে উপজেলা প্রশাসন



মান্দায় অসহায় প্রতিবন্ধী দম্পতির পাশে উপজেলা প্রশাসন

নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামের গুলবার ও সাবিনা দম্পতির জীবন ছিল চরম দুর্দশাপূর্ণ। দুজনেই শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করছিলেন তারা। ভাঙা টিনের ঘরে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে দিন কাটছিল, বর্ষার সময় ছাউনি দিয়ে পানি পড়লে কখনো কখনো মাথায় পলিথিন ঢেকে রাত কাটাতে হতো।

একটি বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে তাদের দুঃসহ জীবনের খবর প্রচারিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর উদ্যোগে এবং জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নির্দেশনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালামের সহযোগিতায় গুলবার-সাবিনা দম্পতির ভাঙা ঘরের পাশে নতুন একটি পাকা টিনের ঘর নির্মাণ করা হয়।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের হাতে দুই বস্তা শুকনো খাবার (চাল, ডাল, লবণসহ) এবং নিত্যপ্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়। ৩০ অক্টোবর (বুধবার) দুপুরে এসব সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, কাঁশোপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন ঘরে উঠেই প্রতিবন্ধী গুলবার ও তার স্ত্রী সাবিনা আনন্দাশ্রু কণায় বলেছিলেন, “জীবনে কখনো ভাবিনি নতুন ঘরে থাকতে পারব। আল্লাহ প্রশাসনের সবাইকে ভালো রাখুন।” স্থানীয় যুবক ও প্রতিবেশীদের সহযোগিতার ধারাবাহিকতায় প্রশাসনের উদ্যোগে নতুন ঘর ও খাদ্য সহায়তা পেয়ে আবারও বেঁচে থাকার আশা ফিরে পেয়েছে এই অসহায় পরিবারটি।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!