গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাটি বোঝাই অবৈধ ট্রাক্টরের চাপায় কাবাসী বেওয়া (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের বকশীগঞ্জ-মোলংবাজার সড়কের চকগোবিন্দপুর এলাকায় মামুনের ইটভাটা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাবাসী বেওয়া ওই গ্রামের মৃত পঁচা মিয়ার স্ত্রী।
মৃতার পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার সময় বৃদ্ধা কাবাসী বেওয়া ওই সড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় দ্রুতগতির মাটি বহনকারী ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ফরিদপুর ইউপি সদস্য আবু জাফর সরকার জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ট্রাক্টরটি আটক করে।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির স্বত্ত্বেও ব্যস্ত সড়কগুলো দিয়ে অবৈধ ট্রাক্টর নির্বিঘ্নে চলাচল করছে। লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকদের কারণে এমন দুর্ঘটনা ক্রমবর্ধমান হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

