নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘমেয়াদি রোগ নিয়ন্ত্রণে স্থাপিত “নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্ণার” স্থানীয় জনগণের কাছে হয়ে উঠেছে নির্ভরতার কেন্দ্র। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগীরা এখানে পাচ্ছেন নিয়মিত চিকিৎসা, পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ সেবা।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এনসিডি কর্ণারে রোগীরা ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে সহজে সেবা নিতে পারছেন। প্রতি মাসে ফলোআপ সম্পন্ন করে তারা ওষুধ সংগ্রহ করতে পারেন, ফলে চিকিৎসা সেবা অব্যাহত থাকে এবং রোগ নিয়ন্ত্রণে থাকে।
মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাঃ আনোয়ারুল ইসলাম বলেন, “আমরা এনসিডি রোগীদের নিয়মিত চিকিৎসা, ওষুধ ও পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। অনিয়মিত চিকিৎসা বা ওষুধ বন্ধ করা অত্যন্ত বিপজ্জনক; এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। কখনও কখনও ওষুধের সাময়িক ঘাটতি দেখা দিলে রোগীদের বাইরের ফার্মেসি থেকে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহের পরামর্শ দেওয়া হয়। তবে সরকারি সরবরাহ যেন ব্যাহত না হয়, সে বিষয়ে আমরা সবসময় সচেষ্ট।”
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসনিম হোসাইন আরিফ বলেন, “হাইপারটেনশন ও ডায়াবেটিস এমন নীরব ঘাতক, যা ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। তাই নিয়মিত চেকআপ ও চিকিৎসা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।”
ডা. তাসনিম রোগীদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, “সুস্থ থাকতে জীবনযাপনে কিছু সহজ পরিবর্তন আনতে হবে। অতিরিক্ত লবণ ও চিনি গ্রহণ থেকে বিরত থাকা, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটাচলা, পর্যাপ্ত পানি পান করা, তেল-চর্বি ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলা এবং নিয়মিত রক্তচাপ ও রক্তে চিনি পরীক্ষা করা এসব অভ্যাস গড়ে তুললে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এবং জটিলতা অনেকটাই কমে যায়।”
রেজিস্ট্রেশনের সময় রোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল নম্বর সঙ্গে আনতে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে। এনসিডি কর্ণারের সচেতনতামূলক স্লোগান হলো—“আজই সচেতন হোন, নিজে সুস্থ থাকুন, অন্যদের সচেতন করুন।”
নিয়মিত ফলোআপ, সহজলভ্য চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণার দীর্ঘমেয়াদি রোগ নিয়ন্ত্রণে এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

