ফেসবুকে ফেক আইডি খুলে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। বৃহস্পতিবার দুপুরে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার মেইন রোড সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, “যারা বিভিন্ন ফেক আইডি খুলে মিথ্যা সংবাদ ও অপপ্রচার চালাচ্ছে, তারা আমাদের দলের এবং আমার ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এ বিষয়ে আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আল মোমিন আউটসোর্সিং সার্ভিস লিমিটেড থেকে আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এ বিষয়ে আমি ও আমার দলের কোনো সদস্য কিছুই জানি বা জানাচ্ছি না। এটি শুধুমাত্র আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্য প্রণোদিত একটি অপপ্রয়াস।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী লিকু, সাংগঠনিক সম্পাদক লাবিব হোসেন তালুকদার, প্রচার সম্পাদক খায়রুল আলম শ্যামলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলা সংবাদিকবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
