সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্কভাতা উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রমের (Phase–1) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে গৌরীপুর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে গৌরীপুর পৌরসভা সভাকক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
হালনাগাদ কার্যক্রমে অংশগ্রহণকারী উপজেলাগুলো হলো— বরিশালের মেহেন্দিগঞ্জ, সাতক্ষীরার শ্যামনগর, সুনামগঞ্জের তাহিরপুর, ময়মনসিংহের গৌরীপুর, রংপুরের তারাগঞ্জ ও নওগাঁয়ের নিয়ামতপুর।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক গোলাম মোস্তফা গৌরীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে হালনাগাদ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন।
গৌরীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব জানান, “আগামীকাল থেকে পর্যায়ক্রমে গৌরীপুর পৌরসভা ও উপজেলার ইউনিয়নসমূহে হালনাগাদ কার্যক্রম শুরু হবে।”
ভার্চুয়াল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক রাজু আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, এবং সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

