আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপি ও জোটের মনোনয়ন নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)-এর চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এবং ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ-এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও বার্তা ঘিরে এখন রামগঞ্জজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভিডিও দুটি ঘিরে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। অনেকেই প্রশ্ন তুলছেন—রামগঞ্জে বিএনপির মনোনয়ন আসলে কার হাতে?
গত বুধবার (২২ অক্টোবর) রাতে শাহাদাত হোসেন সেলিম তাঁর ফেসবুক আইডিতে প্রকাশিত ভিডিও বার্তায় দাবি করেন, তিনি জোটের পক্ষে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে মনোনয়নের ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছেন। এ সময় তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
এর পরদিন বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ফেসবুকে আরেকটি ভিডিও বার্তায় সেলিমের দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, “বিএনপি যদি কাউকে মনোনয়ন বা গ্রিন সিগন্যাল দেয়, তা দলের কেন্দ্রীয় মিডিয়া সেলের মাধ্যমে অফিসিয়ালভাবে জানানো হয়—ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় প্রেস রিলিজের মাধ্যমে।”
হারুনুর রশিদ আরও বলেন, “শাহাদাত হোসেন সেলিমের বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। নেতাকর্মী ও সাধারণ ভোটারদের এসব বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

