বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “কিভাবে স্বৈরাচারকে পুনর্বাসন করা যায়, সেই পাঁয়তারা করছে একটি ইসলামি দল।” শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌর মহিলা দলের উদ্যোগে এ্যানির বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, “গত ১৭ বছর দেশের বাইরে থেকে তারেক রহমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তবু স্বৈরাচার শেখ হাসিনা বিএনপিকে বিনাশ করতে পারেনি, যদিও বেগম জিয়া কারা নির্যাতনের শিকার ছিলেন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হলে ঐক্যের বিকল্প নেই। নারী ভোটারদের সুসংগঠিত করতে আমাদের আরও পরিশ্রম করতে হবে। বিশেষ করে ইসলামি ওই দলের কথায় কান দেওয়া যাবে না।”
সভায় উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তার রুমি (সভাপতিত্বে), জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

