AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে ফ্রি-তে মদ না পেয়ে মব সৃষ্টি করলো ছাত্রদল নেতা-কর্মীরা


Ekushey Sangbad
বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি, নাটোর
০৩:২৫ পিএম, ২৩ অক্টোবর, ২০২৫

বড়াইগ্রামে ফ্রি-তে মদ না পেয়ে মব সৃষ্টি করলো ছাত্রদল নেতা-কর্মীরা

নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান এক নারীর বাড়িতে গিয়ে ফ্রি মদ চেয়ে না পেয়ে মব সৃষ্টি করে নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে।

বুধবার রাত ১১টায় ভুক্তভোগী নারী উপজেলার জোনাইল দিঘইর গ্রামের মৃত করনেলিউস গমেজের স্ত্রী ফুলকুমারী গমেজ (৪৬) বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি চারজন নেতা-কর্মীর নাম উল্লেখ করেন এবং অজ্ঞাত ১০–১২ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেন। 

অভিযুক্তরা হলেন: সিনিয়র সহ-সভাপতি নয়ন হোসেন (২৩), কুশমাইল গ্রামের আজিমুদ্দিনের ছেলে, সাধারণ সম্পাদক নিসান হাসান (২২), চরগোবিন্দপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম (২০), সরাবাড়িয়া গ্রামের ইউসুব আলীর ছেলে, ছাত্রদল কর্মী হৃদয় হাসান (২১), ময়লাল আলীর ছেলে ।

অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার রাত ৮টায় তারা ফুলকুমারী গমেজের বাড়িতে প্রবেশ করে “বহিরাগত প্রেমিক-প্রেমিকা অনৈতিক কাজ করছে” এমন অভিযোগ তুলে মব সৃষ্টি করে। এ সময় বিছানার নিচে রাখা ৫ হাজার টাকা এবং ভুক্তভোগীর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়।

সাংবাদিকদের অনুসন্ধানে জানা গেছে, ওই নারী একজন দেশী চোলাই মদ বিক্রেতা। ফ্রি মদ না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ছাত্রদল নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

অভিযুক্ত নয়ন হোসেন দাবি করেছেন, নারী মদ বিক্রেতা। মূলত এলাকায় মদ বিক্রি বন্ধ করতে বলায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। মব সৃষ্টি এবং সংশ্লিষ্ট অপরাধের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!