নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের দারিকুশি সরকারপাড়ায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম জেলেখা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের আতাল হোসেনের স্ত্রী। স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে এক মেয়েকে নিয়ে একই গ্রামের পিতা মৃত শাজাহান আলীর বাড়িতে বসবাস করছিলেন।
পরিবারের সদস্যরা জানান, মধ্যরাতে হঠাৎ মুরগির খোপে শোরগোল শুনে জেলেখা বেগম দরজা খুলে তা দেখতে যান। মোবাইল ফোনের আলো জ্বালিয়ে খোপে ডান হাত ঢুকিয়ে দেখার চেষ্টা করলে বিষাক্ত সাপ তার হাতে কামড় দেয়। পরে খোপে থাকা সাপটি মারার চেষ্টা করলে আবারও ডান হাতে একাধিকবার কামড় দেয় সাপটি।
কামড় খাওয়ার পরও সাহস করে সাপটি মেরে ফেলতে সক্ষম হন তিনি। তবে কিছু সময় পর ধীরে ধীরে অচেতন হয়ে পড়লে তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায় স্বজনরা। সেখানে কিছুক্ষণ ঝাড়ফুঁক দেওয়ার পর অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

