AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ি চলাচল শুরু, ভারী যানবাহন ফি’র বর্ধিত ট্যারিফ স্থগিত


Ekushey Sangbad
এনামুল হক রাশেদী
০৪:৪৮ পিএম, ২০ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ি চলাচল শুরু, ভারী যানবাহন ফি’র বর্ধিত ট্যারিফ স্থগিত

প্রায় পাঁচ দিনের টানাপোড়নের পর বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল থেকে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী যানবাহনের চলাচল স্বাভাবিক হয়েছে। বন্দরে যানবাহন প্রবেশ ফি’র বর্ধিত ট্যারিফ স্থগিতের সিদ্ধান্ত নেওয়ায় ট্রেইলার মালিক ও শ্রমিকরা কাজ শুরু করেন। এতে বন্দরের অচলাবস্থা কিছুটা কাটেছে।

তবে পোর্ট ইউজার্স ফোরামের আহ্বানে প্রতিদিন চার ঘণ্টা কর্মবিরতির কারণে সকালে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় দেশের রপ্তানি পণ্য বোঝাই ১,০৬৫ টিইইউএস কন্টেইনার নেওয়া হয়নি এবং ছয়টি জাহাজ বন্দর ছাড়তে হয়েছে।

বর্ধিত ফি’য় বিরোধের মধ্যে চট্টগ্রাম বন্দরের প্রশাসন ও পরিবহন মালিক–শ্রমিকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বর্ধিত ফি স্থগিত থাকবে। বিকাল সাড়ে ৪টা থেকে ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইম মুভার ট্রেইলার চলাচল শুরু হয়।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, “দেশের অর্থনীতির স্বার্থে বর্ধিত ফি স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এটি বহাল থাকবে। দেশের আমদানি–রপ্তানি স্বাভাবিক রাখতে দ্রুত কার্যক্রম শুরু হয়েছে।”

বন্দর সূত্র জানিয়েছে, অচলাবস্থার কারণে শনিবার ও বুধবার জাহাজগুলো যথাসময়ে পণ্য না নিয়ে নোঙর করেছে। এতে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট শিডিউল বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।

বন্দর সচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, ফোরামের কর্মবিরতি ও সপ্তাহান্তে বন্দরের বন্ধ থাকলে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!