শেরপুরের নকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়ের হোসেনের হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে স্থানীয় সরকারি হাজী জালমামুদ কলেজে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয় ও যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিম।
এসময় কলেজ শাখা ছাত্রদল নেতা আরমান হোসেন পার্থ, ওমর ফারুক রাব্বী, শাহরিয়ার হাসান শুভ, মুন আহমেদ, সাইফুল ইসলাম সিমনসহ সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুবায়ের হোসেনের হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ। তারা দ্রুত অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আইনপ্রয়োগকারী সংস্থার প্রতি সুদৃষ্টি কামনা করেন।
একুশে সংবাদ/এ.জে