AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে ৫ শতাধিক হতদরিদ্র পরিবার পেল দোস্ত এইডের খাদ্যসামগ্রী



সরিষাবাড়ীতে ৫ শতাধিক হতদরিদ্র পরিবার পেল দোস্ত এইডের খাদ্যসামগ্রী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে পৌরসভার বাউসী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মানবিক উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহসেন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সরিষাবাড়ী থানার সেকেন্ড অফিসার বিকাশ চন্দ্র সরকার।

প্রতি ফুড প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, লবণ ও নিত্যপ্রয়োজনীয় মশলা—মোট প্রায় ৪৫ কেজি খাদ্যসামগ্রী। সুবিধাভোগীরা বলেন, “এত খাবার একসাথে পাবো, এটা আমরা কল্পনাও করিনি। আমরা এই সংগঠনের সবার জন্য দোয়া করি।”

অনুষ্ঠান পরিচালনা করেন প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস। এ সময় উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, শিক্ষা অফিসার শওকত মিয়া, বাউসী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, স্থানীয় স্বেচ্ছাসেবক প্রতিনিধি রমজান আলী ও আখতারুজ্জামান সোহাগ, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, স্বপন মাহমুদ সহ প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!