জামালপুরের সরিষাবাড়ীতে অবহেলিত ওয়ার্ডের নানা বিষয় নিয়ে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের ২নং ওয়ার্ড খাগুরিয়া গ্রাম এবং দুপুরে ভাটারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড গাবতলী বাজারে এই উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খুশন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও মহাদান ইউনিয়নের প্রশাসনিক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, ভাটারা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আনিছুর রহমান। এছাড়া মহাদান ইউনিয়নের ২নং ওয়ার্ড ও ভাটারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় অবহেলিত ওয়ার্ডের বিভিন্ন দুর্ভোগপূর্ণ রাস্তা-ঘাটের সংস্কার নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার অবহেলিত দুর্ভোগ জনিত রাস্তা গুলো সংস্কারের আশ্বাস দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

