AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তীব্র যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে রওনা হলেন সড়ক উপদেষ্টা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
০১:৫১ পিএম, ৮ অক্টোবর, ২০২৫

তীব্র যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে রওনা হলেন সড়ক উপদেষ্টা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দীর্ঘ যানজটে আটকে পড়ায় বাধ্য হয়ে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শেষ পর্যন্ত মোটরসাইকেলে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) সকালে উপদেষ্টা ঢাকা থেকে ট্রেনে করে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন পৌঁছান। সেখান থেকে গাড়িবহর নিয়ে সরাইল-বিশ্বরোড মোড়ে যাওয়ার পথে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় যানজটে আটকা পড়েন। ঘণ্টাখানেক অপেক্ষার পর যানবাহন একপদক্ষেপও নড়েনি, তখন তিনি সিদ্ধান্ত নেন মোটরসাইকেলে যাত্রা চালানোর।

চশমা পরা এবং হেলমেট পড়ে উপদেষ্টা যখন মোটরসাইকেলে ওঠেন, তখন উপস্থিত পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও কৌতূহল দেখা যায়। পুলিশ তড়িঘড়ি করে পথ পরিষ্কার করতে শুরু করেন। যানজটে আটকে থাকা পথচারীরা মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, উপদেষ্টা সকাল সোয়া ১০টার দিকে হোটেল উজানভাটি থেকে সরাইলের উদ্দেশ্যে রওনা হন। সোহাগপুরে যানজটের কারণে তিনি বাধ্য হয়ে মোটরসাইকেলে করে যাত্রা চালান।

উপদেষ্টার সফর ঘিরে প্রশাসন সকাল থেকেই তৎপর ছিল। সড়কের খানাখন্দে ইট-বালু বিছানোসহ সাময়িক সংস্কারের কাজ চলছিল। তবে ভারী বৃষ্টির সঙ্গে অতিরিক্ত যানবাহনের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!