AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ২৬ জেলে উদ্ধার করেছে নৌবাহিনী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০১:২৮ পিএম, ৮ অক্টোবর, ২০২৫

বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ২৬ জেলে উদ্ধার করেছে নৌবাহিনী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে টানা পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ২৬ জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম উপকূল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। দিকনির্দেশনা হারিয়ে জেলেরা সাগরে আটকা পড়ে, আর মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় তারা তীরে ফিরতে পারেননি।

পাঁচ দিন পর, মঙ্গলবার রাতে নৌবাহিনীর একটি টহল জাহাজ ট্রলারটি শনাক্ত করে উদ্ধার অভিযান শুরু করে। জেলেদের উদ্ধার করে জাহাজে তুলে প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তা দেওয়া হয়। পরে নৌবাহিনীর তত্ত্বাবধানে ট্রলারটি নিরাপদে তীরে নিয়ে আসা হয়।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া সব জেলে বর্তমানে সুস্থ আছেন এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, সমুদ্রে বিপদে পড়া জেলেদের দ্রুত সহায়তা দিতে নৌবাহিনীর টহল জাহাজগুলো সবসময় প্রস্তুত থাকে এবং নিয়মিতভাবে বঙ্গোপসাগরে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!