বরিশালের উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর প্রথম দিনে অবৈধ কারেন্ট জাল উদ্ধার ও জীবিত মা ইলিশ অবমুক্ত করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার নেতৃত্বে শিকারপুর সন্ধ্যা নদীতে এ অভিযান পরিচালিত হয়।
এর আগে সকাল ১১টায় পৌরসভায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়, যাতে মা ইলিশ নিধন বন্ধে জেলেদের বিকল্প সহায়তা দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার এবং উজিরপুর মডেল থানার প্রতিনিধিরা। অভিযানকালে হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। এ সময় জালে আটকানো জীবিত মা ইলিশ নদীতে অবমুক্ত করলে দুই পাড়ের স্থানীয় মানুষের মাঝে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা দেয়। বিরল এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশংসায় ভাসতে থাকেন।
এ সময় ইউএনও মো. আলী সুজা বলেন, “৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশসহ সকল প্রকার মা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। এ ব্যাপারে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে।”
একুশে সংবাদ/এ.জে