গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের তেঁতুল বাড়ি গ্রামে মানিক বিশ্বাস (৩২) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে কোটালীপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত মানিক বিশ্বাস পার্শ্ববর্তী রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের নলিনী বিশ্বাসের ছেলে। তার দুলাভাই এবং কদমবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিধান বিশ্বাস জানান, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর বুধবার দিবাগত রাত ১২টার দিকে খালার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে মানিক মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে দুর্ঘটনার শিকার হন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, বিকেলে স্থানীয়রা তেঁতুলবাড়ি গ্রামের খালে মানিকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর কারণে খালে পড়ার ফলে প্রাথমিকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

