শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর সদর ইউনিয়নের ১১টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা ছাত্রদের আহ্বায়ক মিজানুর রহমান মিনু। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে তিনি প্রতিটি মণ্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত এ কর্মসূচিতে মিনু বলেন, “আমার বাবার মতো আমিও সামাজিক বন্ধন অটুট রেখে অসহায় মানুষের পাশে থাকতে চাই। পারিবারিক ঐতিহ্য ধরে রেখে শুদ্ধ রাজনীতি করতে চাই। এলাকার মানুষের ভালোবাসা নিয়েই রাজনৈতিক জীবনে এগিয়ে যেতে চাই।”
এ সময় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ সেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে