আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে লক্ষ্মীপুর জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলে প্রতিনিধি আল হেলাল ও মোস্তফা ব্যাপারী প্রমুখ।
সভায় জানানো হয়, চাঁদপুরের মেঘনার ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময়ে মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
সভায় জেলার পাঁচটি উপজেলার মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড, নৌ পুলিশ, সাংবাদিক, মৎস্যজীবী প্রতিনিধি, বরফকল মালিক সমিতি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, নিষিদ্ধ সময়ে অবশ্যই জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। কেউ আইন অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হবে। মা ইলিশ সংরক্ষণে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
একুশে সংবাদ/এ.জে