AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শুধু হাত বদলেছে, চেহারার পরিবর্তন হয়নি: ফরিদপুরে ফয়জুল করীম


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৯:২২ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

শুধু হাত বদলেছে, চেহারার পরিবর্তন হয়নি: ফরিদপুরে ফয়জুল করীম

বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, “ধর্ষণ, চুরি-লুটপাট ও চাঁদাবাজি রাজনীতি নয়, এটা জুলুম ও ডাকাতি তন্ত্র। গত ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে তারা শুধু লুটপাট, দুর্নীতি আর অবিচার করেছে। দেশের সম্পদ ধ্বংস করে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।”

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম আরও বলেন, “আমরা বহু দলের শাসন দেখেছি—আওয়ামী লীগ, বিএনপি, এমনকি সামরিক শাসকরাও ক্ষমতায় এসেছে। কিন্তু জনগণের ভাগ্যে কোনো পরিবর্তন হয়নি। আগে একদল চাঁদাবাজি করেছে, এখন আরেক দল করছে। আগে একদল ধর্ষণ করেছে, এখন আরেক দল করছে। শুধু হাত বদলেছে, চেহারার পরিবর্তন হয়নি।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “চোর-ডাকাতদের ক্ষমতায় দেখতে চাই না। শুধু নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন দরকার। চোরের জায়গায় চোর বা ডাকাতের জায়গায় ডাকাত আনলে কোনো পরিবর্তন আসবে না। প্রকৃত পরিবর্তন আনতে হলে ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে।”

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “তারা বলে পিআর পদ্ধতি সংবিধানে নেই। অথচ নিজেরাই সংবিধান অনুযায়ী পদে আসেননি। সরকার পরিবর্তনের তিন মাস পর নির্বাচন হওয়ার কথা থাকলেও সেই নিয়ম মানা হয়নি। সংবিধান ভঙ্গ করেই নিয়োগ পাওয়া কমিশন এখন সংবিধানের কথা বলছে।”

বিচার ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “বিচারকরা সরকারের দিকে তাকিয়ে রায় দেন। সরকারি দলে থাকলে খুন করলেও পার পাওয়া যায়, আর বিরোধী দলে থাকলে নির্দোষ হয়েও জেলে ধুঁকতে হয়। এটা বিচারব্যবস্থা নয়, অন্যায়।”

গণসমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মাদ মোস্তফা কামাল। এ সময় আরও বক্তব্য রাখেন ফরিদপুর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, ফরিদপুর-২ আসনের প্রার্থী মাওলানা শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন, শাকপালদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল মুরাদ প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!