AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরের বাকপুরায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে অংশ নিলেন কয়েকশত মানুষ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৯:১৬ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরের বাকপুরায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে অংশ নিলেন কয়েকশত মানুষ

ফরিদপুরের সদরপুর উপজেলার সীমান্তঘেঁষা বাকপুরায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজিয়া কবীর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ক্যাম্পে মেডিসিন, কিডনি, বাতরোগ, গাইনী, শিশু ও অর্থোপেডিক বিভাগের আটজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। কার্যক্রম সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে।

ভোর থেকেই শতাধিক মানুষ উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করেন এবং পরে কয়েকশত মানুষ চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ গ্রহণ করেন।

এ মহতী উদ্যোগে সহযোগিতা করেছেন ডা. তানিয়া কবির, গোলাম কবির ভূঁইয়া, ইঞ্জিনিয়ার আশরাফ চৌধুরী এবং মোহাম্মদ মাইনুল ইসলাম টিপু প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও তারা নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!