ফরিদপুরের সদরপুর উপজেলার সীমান্তঘেঁষা বাকপুরায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজিয়া কবীর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ক্যাম্পে মেডিসিন, কিডনি, বাতরোগ, গাইনী, শিশু ও অর্থোপেডিক বিভাগের আটজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। কার্যক্রম সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে।
ভোর থেকেই শতাধিক মানুষ উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করেন এবং পরে কয়েকশত মানুষ চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ গ্রহণ করেন।
এ মহতী উদ্যোগে সহযোগিতা করেছেন ডা. তানিয়া কবির, গোলাম কবির ভূঁইয়া, ইঞ্জিনিয়ার আশরাফ চৌধুরী এবং মোহাম্মদ মাইনুল ইসলাম টিপু প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও তারা নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

