ফরিদপুরের সদরপুরে আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সদরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ফজলুর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, এএসপি (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায়।
এর আগে বিকেল ৪টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠিত ফাইনাল ফুটবল খেলায় বাবুরচর উচ্চ বিদ্যালয় একাদশ ৫-৪ গোলে বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে মাসব্যাপী আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ী স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি। সার্বিক সহযোগিতা করে সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল মোমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মোফাজ্জল হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ক্রীড়াপ্রেমী দর্শক।
একুশে সংবাদ/এ.জে