শারদীয় দুর্গাপূজা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুর ও আশপাশের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিতরণ বিভাগের জৈন্তাপুর আবাসিক প্রকৌশলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ৩৩ কেভি লাইনে গাছপালা অপসারণ এবং ডিএস (ডিসকানেক্ট সুইচ) পয়েন্টে কপার আই ক্ল্যাম্প বসানোর কাজ করা হবে। এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জৈন্তাপুর ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় উপজেলার দরবস্থ, চাঙহিল ও জাফলং ফিডারে বিদ্যুৎ থাকবে না। কাজ সম্পন্ন হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকভাবে ফিরে আসবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কর্তৃপক্ষ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
একুশে সংবাদ/এ.জে