গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে সরকারী অর্থায়নে স্থাপিত সৌর প্যানেল চালিত অধিকাংশ স্ট্রিট লাইট দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে থাকায় সাধারণ মানুষের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও যথাযথ দেখভাল না থাকায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব লাইট এখন কার্যত পরিত্যক্ত। উপজেলার ১১ ইউনিয়নে হাটবাজার, স্কুল-কলেজ, রেলস্টেশন, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপদ চলাচলের জন্য লাইটগুলো স্থাপন করা হয়েছিল।
নলডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, “প্রথমদিকে লাইটগুলো জ্বলে মানুষজন রাতের আঁধারে নিরাপদে চলাচল করতে পারতো। কিন্তু কিছুদিন পরেই অধিকাংশ লাইট নষ্ট হয়ে যায় এবং দীর্ঘদিন ধরে মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সরকারের কোটি কোটি টাকা জনস্বার্থে কাজে আসছে না।”
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর জানান, “নষ্ট লাইটগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখনও কোনো কার্যকর ব্যবস্থা হয়নি।”
সাদুল্লাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল হক বলেন, “প্রকল্পটির মেয়াদ অনেক আগে শেষ হয়েছে। পরবর্তীতে লাইট মেরামত বা সংস্কারের কোনো বাজেট দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে বাজেট হলে মেরামত করা যেতে পারে। ইতিমধ্যেই স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অন্য কোন বরাদ্দ থেকে বিকল লাইট মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”
একুশে সংবাদ/গা.প্র/এ.জে