নোয়াখালীর সোনাইমুড়িতে বুধবার দুপুরে একটি হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা ঘটেছে। উপজেলার ব্যস্ত সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী ‘একুশে এক্সপ্রেস’ বাস। প্রচণ্ড ধাক্কায় বাসের সামনের অংশ চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যায়ে সড়কের পাশে থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ও হেলপার গাড়ির ভেতরে আটকে যান। আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন।
দুর্ঘটনায় আরও অনেক যাত্রী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে; আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোনাইমুড়ি থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
একুশে সংবাদ/নো.প্র/এ.জে