ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাইপ জব্দ ও বিনষ্ট করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে প্রায় ৩০০ মিটার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়। বৃষ্টি উপেক্ষা করে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।
এর আগে ৯ সেপ্টেম্বর পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী বিল এলাকায় একই ধরনের অবৈধ বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়। সেদিন এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৬০০ মিটার পাইপ জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, "অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।"
একুশে সংবাদ/ফ.নি/এ.জে