মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দোকান ও অটোরিকশা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ বাজারে উপকারভোগী ছালেহা খাতুনের দোকান উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “পেশা হিসেবে ভিক্ষাবৃত্তি একটি অসন্মানজনক কাজ। সমাজে কেউ এটি ভালো চোখে দেখে না। ভিক্ষাবৃত্তি সমাজে ইতিবাচক বার্তা দেয় না। তবে নানা কারণে কেউ কেউ এ পেশায় জড়িয়ে পড়েন। এই উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে তাদের সম্মানজনক পেশায় এনে আত্মনির্ভরশীল করা সম্ভব। পর্যায়ক্রমে সব ভিক্ষুককে পুনর্বাসিত করা হবে।”
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মনোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল বাতেন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, কৃষি অফিসার মো. হাবিবুল বাসার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আহাদী হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

