AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাকসু ভিপি পদে মধ্যনগরের শাকিল প্রতিদ্বন্দ্বিতা করছেন



রাকসু ভিপি পদে মধ্যনগরের শাকিল প্রতিদ্বন্দ্বিতা করছেন

আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের শাকিল আহমেদ।

শাকিল ২০১৯–২০ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি একই বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। ছাত্রজীবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাক্ষেত্রে যুক্ত আছেন। অনলাইন প্ল্যাটফর্ম ও কোচিংয়ে পাঠদান করায় ক্যাম্পাসে তার রয়েছে আলাদা পরিচিতি। শিক্ষার্থী ও সহপাঠীদের অনুপ্রেরণাতেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। রাজনৈতিক কোনো দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলেও জানান শাকিল।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর শাকিল বলেন, “শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। রাকসুকে গণতান্ত্রিক ও সক্রিয় মঞ্চে রূপ দিতে শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আদায় করা আমার প্রথম লক্ষ্য। আমি যদি ভিপি নির্বাচিত হই, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কোনো দূরত্ব থাকবে না। দক্ষ জনবল তৈরিতে সফট স্কিল প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই আমার অঙ্গীকার।”

প্রচারণার শুরুতেই শাকিল সহপাঠী ও হলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি ক্যাম্পাসে শিক্ষার মান উন্নয়ন, গণপরিবহন সংকট নিরসন, আবাসন সুবিধা বৃদ্ধি এবং টিউশন ও অন্যান্য ফি কমানোর মতো শিক্ষার্থীবান্ধব প্রতিশ্রুতি তুলে ধরেছেন।

আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাকিলের অংশগ্রহণ মধ্যনগর সহ সুনামগঞ্জের শিক্ষার্থীদের মধ্যেও উচ্ছ্বাস সৃষ্টি করেছে। স্থানীয় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়েছেন।

 

একুশে সংবাদ/সু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!