AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার



চুয়াডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুল এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।

ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন বলেন, “আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে। যেকোনো অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।”

তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্রটি আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/চু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!