পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদী চর থেকে চল্লিশোর্ধ বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার সুবিদপুর এলাকার নদীর চরে পড়ে থাকা মরদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে হত্যা করার পর নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সোলেমান জানান, স্থানীয় গ্রামবাসির মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত না হওয়ায় বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/পি.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

