বাগেরহাট-৪ আসন পুর্নবহালের দাবিতে মোরেলগঞ্জ উপজেলায় বৃহস্পতিবারের হরতাল সর্বাত্মক পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে সড়কে অবস্থান নেন বাগেরহাট জেলা বিএনপি নেতা,বাগেরহাট -৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। হরতাল-অবরোধে যখন অচল মোরেলগঞ্জের সড়কপথ, ঠিক তখনই রাস্তায় ব্যারিকেডের সামনে ক্রিকেট খেলায় মেতে ওঠেন তরুনরা। আগুন জ্বালানো আর রাস্তায় গাছ ফেলে অবরোধের মাঝেই তারা ব্যাট-বলে খুঁজে নিয়েছেন ভিন্ন উচ্ছ্বাস। সেই উচ্ছাসে সামিল হতে দেখা যায় কাজী খায়রুজ্জামান শিপনকে।
জেলা বিএনপির এ নেতা বলেন,আমরা চাই না সারা দিন অচল হয়ে বসে থাকতে। তাই খেলতে নেমেছি। অন্তত সময়টুকু আনন্দে কাটছে। এটাও এক ধরনের শান্তিপুর্ন প্রতিবাদ বলা যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত সব ধরনের যানবাহন বন্ধ থাকায় কর্মজীবী মানুষ, অসুস্থ রোগী ও পরীক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে। রাস্তায় গাছ ফেলে আটকে দেওয়া, বাস চলাচল বন্ধ থাকায় অনেকে দীর্ঘপথ হেঁটে গন্তব্যে পৌঁছেছেন।
কাজী খায়রুজ্জামান শীপন বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাবে চারটি আসন থেকে তিনটিতে নামিয়ে আনার সিদ্ধান্ত আমরা মেনে নেইনি। তাই জনগণকে সঙ্গে নিয়ে হরতাল-অবরোধ পালন করছি। কোনো দোকানপাট খোলা নেই, যান চলাচল বন্ধ। আসন ফিরিয়ে না দিলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ সময়ে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল,শরনখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আল ইসলাম,পৌর বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ সহ স্হানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে