AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অন্ধকারে নিমজ্জিত কালুরঘাট সেতু, নিরাপত্তাহীনতায় শঙ্কিত সাধারণ মানুষ



অন্ধকারে নিমজ্জিত কালুরঘাট সেতু, নিরাপত্তাহীনতায় শঙ্কিত সাধারণ মানুষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালুরঘাট সেতু প্রায় ২৫ দিন ধরে অন্ধকারে ডুবে আছে। বৈদ্যুতিক ক্যাবল চুরি হয়ে যাওয়ায় সেতুর স্ট্রিটলাইটগুলো বন্ধ হয়ে গেছে। ফলে সেতু ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটে। এরপর থেকে সেতুর কোনো বাতিই আর জ্বলছে না। রেলওয়ে জান আলী হাট স্টেশনের স্টেশন মাস্টার নেজাম উদ্দিন জানান, বিষয়টি নিয়ে গত ৩১ আগস্ট জরুরি চিঠি পাঠানো হলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পর অন্ধকার নেমে এলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ এ সেতুতে দুর্ঘটনা ও ছিনতাইয়ের আশঙ্কা বাড়ে। গত ছয় মাসে সেতুতে ৪ জন প্রাণ হারিয়েছেন এবং একাধিক ট্রেন-গাড়ি সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

গতকাল রাতে সরেজমিনে দেখা গেছে, পুরো সেতুটি অন্ধকারে নিমজ্জিত, একটি সড়কবাতিও জ্বলছে না। স্থানীয় বাসিন্দা তারেক বলেন, “অন্ধকারে সেতু পার হওয়া ভয়ানক ঝুঁকিপূর্ণ। রেলওয়ের দায়িত্বহীনতার কারণে আমরা আতঙ্কে থাকি।”

রেলওয়ে কর্মকর্তারা জানান, কালুরঘাট সেতুর সংস্কারকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। চট্টগ্রাম রেলওয়ে বিভাগের বৈদ্যুতিক প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, “সংস্কারকালে লাইট রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের। দ্রুত সড়কবাতি সচল করার নির্দেশ দেওয়া হয়েছে।”

ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের প্রকল্প ব্যবস্থাপক মো. মেহেদী হাসান জানান, সেতুতে স্থাপিত ৩১টি স্ট্রিটলাইটের জন্য প্রায় ১৮০০ ফুট বৈদ্যুতিক ক্যাবল চুরি হয়ে গেছে। ইতোমধ্যে দুইবার ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হলেও যথাযথ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তারা দ্রুত বাতিগুলো সচল করার জন্য কাজ করছেন।

 


একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!