AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৮:০৮ পিএম, ৯ সেপ্টেম্বর, ২০২৫

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নরসিংদী-গাজীপুর সমন্বিত দুদক কার্যালয়ের চার সদস্যের একটি দল এ অভিযান চালায়।

অভিযানকালে হাসপাতালের ডাক্তার ও কর্মচারীদের সময়মতো কর্মস্থলে না আসা, নিম্নমানের খাবার সরবরাহ, ওষুধ ঠিকভাবে না দেওয়া, সেবার মানে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে দুদক। অভিযানে নেতৃত্ব দেন দুদকের গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান।

তিনি জানান, “দীর্ঘদিন ধরে এই হাসপাতালে দায়িত্বরত ডাক্তাররা নিয়মিত কর্মস্থলে উপস্থিত হন না—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে। জনগণের অর্থ ও সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।” এছাড়া অন্যান্য অসঙ্গতিগুলোও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক প্রান্তিক শাহসহ টিমের অন্যান্য সদস্যরা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম।

 


একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!