চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে এক প্রান্তিক কৃষককে মারধরের অভিযোগে সার ডিলার আরফান কবিরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ কৃষকরা। অভিযুক্ত আরফান কবির খয়েরহুদা গ্রামের কাসেম মল্লিকের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক। মঙ্গলবার বিকেল ৫টায় কেডিকে ইউনিয়নের সাধারণ কৃষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, সার ডিলার আরফান কবির নিয়মিত অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কৃষকদের হয়রানি করে আসছেন। তিনি কৃষকদের সার না দিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করেন এবং পরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করেন। এর প্রতিবাদ করলে কৃষকরা তার নির্যাতনের শিকার হন।
এ ঘটনায় খয়েরহুদা গ্রামের প্রান্তিক কৃষক কাকন রেজা (২৬) জানান, সোমবার তিনি ফসলের প্রয়োজনীয় সার কিনতে আরফান কবিরের কাছে যান। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও সার না দিয়ে তাকে পরে আসতে বলা হয়। পুনরায় গেলে সরকার নির্ধারিত মূল্য ৫০ কেজি টিএসপি সারের দাম ১,৩৫০ টাকার পরিবর্তে ২,১০০ টাকা দাবি করেন ডিলার। প্রতিবাদ করলে তিনি কাকনকে লাঠি দিয়ে মারধর করেন এবং বলেন, “তুই বিএনপি করিস, তোর কাছে আর সার বিক্রি করব না।” পরে স্থানীয়রা আহত অবস্থায় কাকনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরেক কৃষক আলী আকবর বলেন, “সার ডিলার আরফান কবির ইচ্ছাকৃতভাবে সার গুদামজাত করে সংকট তৈরি করেন। পরে তিনি তা দ্বিগুণ দামে বিক্রি করেন। তার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করলে তিনি গুন্ডাবাহিনী দিয়ে কৃষকদের ওপর হামলা চালান।”
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা জানান, কৃষক স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও দুর্নীতির কারণে আরফান কবিরের ডিলারশিপ বাতিল করতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
একুশে সংবাদ/এ.জে