কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. শাহানাজ-কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে নিজ গ্রামের বাড়ি থেকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাকে কুমিল্লা জেলা হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দাউদকান্দির গৌরীপুর বাজারে সংঘর্ষে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। ঘটনার ১১ মাস পর চলতি বছরের ২৬ জুন নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে ৩৩ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ২৮ নম্বর আসামি হিসেবে শাহানাজকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সুলতান মিয়া নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি হিসেবে শাহানাজকে গ্রেফতার করা হয়েছে।”
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতারের পর তাকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে