সিরাজগঞ্জ জেলার পাঁচিলা ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলছে চোরাই পণ্যের রমরমা ব্যবসা। অভিযোগ উঠেছে, স্থানীয় রতনকান্দি শাহপাড়া এলাকার বাসিন্দা মুজার মণ্ডলের ছেলে আব্দুর রহিম নিয়মিতভাবে ট্রাক থেকে অবৈধভাবে পণ্য ক্রয় করে কম দামে বিক্রি করছেন।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন বিভিন্ন স্থান থেকে চলাচলকারী ট্রাক থেকে রড, ভূসি, গম, নালি ও ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য চোরাইভাবে ক্রয় করেন তিনি। পরে বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রি করায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই চোরাই বাণিজ্য চলছে থানার একদম সামনে, মহাসড়কের পাশে— অথচ বিষয়টি রোধে কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসীর প্রশ্ন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই কীভাবে দিনের পর দিন এমন অপরাধমূলক কার্যক্রম চলতে পারে?
এমনকি গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে আব্দুর রহিম নিজেই বলেন, “আমরা সবাইকে ম্যানেজ করেই এই ব্যবসা করি।” তার এই মন্তব্যে এলাকাবাসী বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন।
এ বিষয়ে হাটিকুমরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “চোরাই মালামাল যারা ক্রয় করে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, দ্রুত এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নিতে হবে। না হলে বাজার ব্যবস্থায় স্থায়ী বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটবে।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে