গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার লোহাইড় ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হামীদ। তিনি বলেন, “জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ইসলামভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহারাজপুর ইউনিয়ন শাখার আমীর মাওলানা নজরুল ইসলাম শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বাংলাদেশ মেরিনার্স ফোরাম, ঢাকা-এর আমীর ও বাংলাদেশ মেরিনার্স সোসাইটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোখলেছুর রহমান (লিটন) ঢালী, জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আ. ওহাব মোল্যা, জেলা শাখার সেক্রেটারি আল-মাসুদ খান, মুকসুদপুর উপজেলা আমীর ইমরান সরদার ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক নাজিবুর রহমান।
সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করতে সংগঠনের প্রতিটি কর্মীকে আরও সক্রিয় হতে হবে। তারা সাংগঠনিক তৎপরতা বাড়ানোর ঘোষণাও দেন।
সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মাদ্রাসা মাঠজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে জনসভায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে