AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে জামায়াতের সভা



মুকসুদপুরে জামায়াতের সভা

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার লোহাইড় ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হামীদ। তিনি বলেন, “জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ইসলামভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহারাজপুর ইউনিয়ন শাখার আমীর মাওলানা নজরুল ইসলাম শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বাংলাদেশ মেরিনার্স ফোরাম, ঢাকা-এর আমীর ও বাংলাদেশ মেরিনার্স সোসাইটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোখলেছুর রহমান (লিটন) ঢালী, জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আ. ওহাব মোল্যা, জেলা শাখার সেক্রেটারি আল-মাসুদ খান, মুকসুদপুর উপজেলা আমীর ইমরান সরদার ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক নাজিবুর রহমান।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করতে সংগঠনের প্রতিটি কর্মীকে আরও সক্রিয় হতে হবে। তারা সাংগঠনিক তৎপরতা বাড়ানোর ঘোষণাও দেন।

সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মাদ্রাসা মাঠজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে জনসভায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

 

একুশে সংবাদ/গো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!