AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজীবপুরে অজ্ঞাত বৃদ্ধার দায়িত্ব নিলেন ইউএনও



রাজীবপুরে অজ্ঞাত বৃদ্ধার দায়িত্ব নিলেন ইউএনও

কুড়িগ্রামের রাজীবপুরে অসহায় এক অজ্ঞাত বৃদ্ধা নারীর চিকিৎসা ও দেখভালের দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন ওই বৃদ্ধা নারী। পরে স্থানীয় দোকানদাররা মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে চর রাজীবপুর আলীম মাদরাসার বারান্দায় আশ্রয় দেন। অসুস্থ থাকায় তিনি কথা বলতে পারছিলেন না। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইউএনও ফজলে এলাহীর নজরে আসে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ইউএনও ব্যক্তিগত উদ্যোগে ওই বৃদ্ধার চিকিৎসা, শুকনো খাবার ও নগদ অর্থের ব্যবস্থা করেন। পাশাপাশি তাকে সেবাযত্নের জন্য একজনকে দায়িত্ব অর্পণ করেন।

মানবিক এ উদ্যোগের জন্য স্থানীয় সাধারণ মানুষ ও সুশীল সমাজ ইউএনওকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেন, “অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এমন মানবিক ইউএনও পেয়ে রাজীবপুরের মানুষ গর্বিত।”

এ বিষয়ে ইউএনও ফজলে এলাহী বলেন, “আমি সরকারি চাকরি করি, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। তাই ওই অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও দেখাশোনার ব্যবস্থা করেছি। বর্তমানে একজন মহিলা তার সেবা করছেন। সুস্থ হলে পরবর্তী করণীয় গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!