নওগাঁর মান্দায় নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন নাবিল নওরোজ বৈশাখ। গত ২৮ আগস্ট বৃহস্পতিবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
নাবিল নওরোজ বৈশাখের জন্ম পাবনা জেলার বেড়া উপজেলায়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বিভাগ থেকে এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন। এরপর ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। এর আগে তিনি পার্বত্য চট্টগ্রাম জেলার রাঙামাটিতে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ মার্চ ২০২৫ তারিখে তৎকালীন এসিল্যান্ড শারমিন জাহান লুনা পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য ছিল।
স্থানীয় সেবা প্রত্যাশীরা জানান, “দীর্ঘদিন এসিল্যান্ড না থাকায় ভূমি অফিসের অনেক কাজই স্থবির হয়ে পড়েছিল। এখন একজন কর্মকর্তা যোগদান করায় সেবার মান পুনরায় ফিরে আসবে বলে আমরা আশাবাদী।”
নবাগত এসিল্যান্ড নাবিল নওরোজ বৈশাখ বলেন, “জনসাধারণকে দ্রুততম সময়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ভূমি-সংক্রান্ত সেবা প্রদান করাই আমার প্রধান লক্ষ্য।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে