নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেপরোয়া কার্ভাডভ্যানের চাপায় তালেব মিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের তেঁতলাবো সংলগ্ন পাকিস্তানি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তালেব মিয়া আড়াইহাজার উপজেলার ছোট বিনাইচর এলাকার মৃত ইয়াকুব মিয়ার ছেলে। দুর্ঘটনার পর কার্ভাডভ্যানের চালক মো. সুজন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার শহিদনগর এলাকার সামাদ বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী একটি কার্ভাডভ্যান (ঢাকা মেট্রো ট-১৭-০৪৮১) বেপরোয়া গতিতে তেঁতলাবো এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো হ-৪০-৭২৪৪) সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তালেব মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভুলতা হাইওয়ে ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাক্কির উদ্দিন বলেন, “খবর পেয়ে ভুলতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ হেফাজতে নেয়। দুর্ঘটনায় জড়িত কার্ভাডভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
একুশে সংবাদ/না.প্র/এ.জে