AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পটুয়াখালীতে লোহালিয়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার



পটুয়াখালীতে লোহালিয়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে পটুয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের তুহিন হাওলাদার (২৫)-এর মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে একই নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে রেজাউল (২৮) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের বরাতে জানা গেছে, তুহিন হাওলাদার সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হন। প্রায় ২৪ ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্ত্রী, পাঁচ বছরের কন্যা ও দুই মাস বয়সী নবজাতক সন্তানের জনক ছিলেন।

রেজাউল পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। সোমবার সকালে বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হওয়ার পর ফেরেননি। সেই রাতেই তার অটোরিক্সা উদ্ধার করা হয়। পরের দিন সকালে লোহালিয়া নদী থেকে তার মরদেহ পাওয়া যায়।

দুই যুবকের মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জসিম উদ্দিন জানান, সোমবার রাতে তাদের কোনো অভিযান পরিচালনা করা হয়নি। পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই যুবকের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!