বাংলাদেশ গণপূর্ত বিভাগ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস) রংপুর জেলা কমিটির ১৪৩২-১৪৩৪ বাংলা টার্মের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রংপুর গণপূর্ত কার্যালয়ের হলরুমে সদস্যদের ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনার পর অবসরপ্রাপ্ত উপ-দফতরীয় প্রকৌশলী মোঃ সহিদুর রহমান নির্বাচন কমিশনার হিসেবে বিজয়ী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
এতে সভাপতি নির্বাচিত হন প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রকৌশলী মোঃ খাইরুল ইসলাম।
নবগঠিত কমিটিতে আরও নির্বাচিত হন: সহ-সভাপতি: মোঃ আব্দুস ছালাম,যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ শাওন রানা, অর্থ সম্পাদক: মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক: এস.এম. সুজাউদ্দিন রুহানী, দপ্তর সম্পাদক: মোঃ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক: মোঃ আমিনুর রহমান, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক: এস.এম. রাসেল রানা , কাউন্সিলর: মোঃ আব্দুস সালাম ।
নির্বাচিত এই সমিতির ১০ সদস্য বিশিষ্ট কমিটি ভবিষ্যতে রংপুর জেলা সমিতির সকল সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে