কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কলাবাগানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাশাদ মিয়া (২৪) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাশাদ মিয়া একই এলাকার রং মিস্ত্রি আমড়ু মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে কলাবাগানে কাজ করার সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের সার্ভিস লাইনের ঝুঁকে থাকা জিআই তারে স্পর্শ করলে বাশাদ ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার মা হেলেনা আক্তারও বিদ্যুতের সংস্পর্শে আসেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বাশাদকে মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিক চিকিৎসা শেষে তার মা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
