চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই গ্রামের আব্দুল মমিনের ছেলে।আজ শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে আলিফ হোসেন একই গ্রামের বাবলু রহমানের বাড়ির ছাদে খেলছিল। খেলার সময় অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া পল্লীবিদ্যুতের তারে স্পৃষ্ট হয় সে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মহিবুল্লাহ বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় আলিফকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।”
একুশে সংবাদ/চু.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
