সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল এলাকায় জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তাহাজ্জত হোসেন ভুইয়া বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় চরিয়া শিকার উত্তরপাড়া গ্রামের মৃত বাহাদুর আলী শেখের ছেলে আব্দুস সালাম (৫২), সাইদুর রহমান শেখের ছেলে রেজাউল করিম (৪২), আল আমিন শেখ (৩৩), হায়দার আলী শেখ (৬৫) এবং নুরুল ইসলাম বাবু মিয়া (৩০) জোরপূর্বক দখলের চেষ্টা চালান।
ভুক্তভোগীর দাবি, তিনি চরিয়া শিকার মৌজার বিভিন্ন দাগে মোট ৪১ শতক জমি ক্রয়সূত্রে মালিকানা লাভ করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তবে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার ক্রয়কৃত সম্পত্তি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিলেন। সর্বশেষ ঘটনাপ্রবাহে তারা দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় প্রদর্শন করে টিন ও বাঁশ ব্যবহার করে জোরপূর্বক ঘর নির্মাণ শুরু করেন। বাধা দিলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযুক্তদের সঙ্গে সরেজমিনে কথা বললে তারা দাবি করেন, এটি তাদের পৈতৃক সম্পত্তি এবং অভিযোগ দিয়েও কেউ তাদের ঘর নির্মাণ বন্ধ করতে পারবে না।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, “জমি সংক্রান্ত বিষয় কোর্টের এখতিয়ারভুক্ত; এ ঘটনায় পুলিশের করার তেমন কিছু নেই। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে হবে।”
একুশে সংবাদ/সি.প্র/এ.জে