নওগাঁর পত্নীতলায় আওয়ামী লীগের নেতা জামান চৌধুরীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার আকবরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্র ও থানা পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মধইল বাজারে নিজের মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। জামান চৌধুরী আকবরপুর ইউনিয়নের চৌধুরী পাড়ার মৃত কছিমুদ্দীনের ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন, “মহাদেবপুর থানায় দায়ের হওয়া একটি মামলার অভিযুক্ত আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা জামান চৌধুরীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নওগাঁ জেলা আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে