জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বালিজুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম তারতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওবায়দুর রহমান উপজেলার মধ্য তারতাপাড়া এলাকার মোঃ আব্দুল সালামের ছেলে।
পুলিশ সূত্রে জানানো হয়, ওবায়দুর রহমান সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “আসামিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/জা.প্র/এ.জে