গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন, সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ নেতাকর্মীরা বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন।
ডি ডব্লিউ সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে সমাবেশে মিলিত হয়। কয়েকশত নেতাকর্মী এতে অংশ নেন। এ সময় তারা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকসহ সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং কুশপুত্তলিকা দাহ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে কমিটি গঠনে নিয়ম মানা হয়নি। দায়িত্বশীল নেতারা যোগসাজশ করে নিজেদের মনোনীত ব্যক্তিদের সদস্য বানিয়েছেন, যাদের মধ্যে অনেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, বরং অন্য দলের কর্মী। তারা দ্রুত অনিয়মের মাধ্যমে গঠিত এসব কমিটি বাতিল ও দায়ীদের অপসারণের দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন— জেলা বিএনপির উপদেষ্টা এমএ মালেক, সদস্য ও কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হুদা, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেলসহ আরও অনেকে।
এদিকে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে কমিটি গঠনের কার্যক্রম চালানোয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক তার ফেসবুকে জানান, “পাঠদান ব্যাহত না করে বিদ্যালয়ের অনুমতিক্রমে মাঠ বা পার্শ্ববর্তী এলাকা ব্যবহার করতে হবে। শুধুমাত্র ঠিকানা বোঝাতে স্কুলের নাম ব্যবহার করা হয়েছে।”
একুশে সংবাদ/গা.প্র/এ.জে