মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাতিলাসাঙ্গণ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কানাডা প্রবাসী সুমন আহমদ, আশুক উদ্দিন ও মেহদী হাসান দুলুর অর্থায়নে এবং পাতিলাসাঙ্গণ গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে বুধবার দুপুরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং হাজী আফতাব উদ্দিন আমিনা খাতুন কলেজের প্রভাষক আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আলী, সিনিয়র শিক্ষক ইমাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সহ-সভাপতি ইমরানুল ইসলাম, গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি আইয়ুবুর রহমান দুদু, সহ-সভাপতি সামছুল ইসলাম নুনু, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ রুলন এবং স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন মঞ্জু ও মইন উদ্দিন প্রমুখ।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
